জন্মভূমি ডেস্ক : হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক নিরাপত্তায় রাজধানীতে ৮৭টি টহল ও ঢাকার বাইরে ১৫৯টি টহলসহ সারাদেশে মোট ২৪৬টি টহল দল কার্যক্রম পরিচালনা করছে র্যাব।
রোববার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, রোববার (২৯ অক্টোবর) জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে র্যাব ফোর্সেস রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
এদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীতে ৮৭টি টহল ও রাজধানীর বাইরে ১৫৯টি টহলসহ সারাদেশে ২৪৬টি টহল দল কার্যক্রম পরিচালনা করছে র্যাব।