বিজ্ঞপ্তি : আগামী ২৮ অক্টোবর সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথম রি-ইউনিয়ন সফলে একসভা শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে উদযাপন কমিটির আহবায়ক শেখ মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির সদস্যসচিব তসলিম আহমেদ আশার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষকমন্ডলীর মধ্যে অধ্যাপক শিকদার রুহুল আমিন, অধ্যাপক অহেদুজ্জামান, অধ্যাপক অলিউর রহমান, সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মোঃ রুহুল আমিন হাওলাদার, মুন্সী মাহাবুবুল আলম সোহাগ, সাংবাদিক হুমায়ুন কবীর মির্জা আহসান হাবিব আপ্পান, এ্যাডভোকেট পিপি সেলিম, এ্যাড, মনোজকুমার বাইন, এ্যাড সৌমেন্দ্রনাথ সাহা, মোঃ নুরুল আমিন, মোঃ মনজুর রহমান, দুলাল কৃষ্ণ দাস, মোঃ সামসুজ্জামান হেলাল, জি এম ইউনুস আলী, মোঃ মিজানুর রহমান, রকিব উদ্দিন ফারাজি, শেখ আফছার উদ্দিন, মো: আব্দুর রাজ্জাক, শিখা রানী রায়, লীনা আক্তার, জেসমিন আক্তার, নাসরিন আক্তার চম্পা, আমিন রেজা, এস এম রেজওয়ান হোসাইন, শেখ মনিরুল আহসান মনি, মোস্তাফিজুর রহমান পলাশ, মাহমুদ আরেফিন মনি, শফিউর রহমান শফিক, শহিদুল ইসলাম মিঠু, মোঃ মুক্তার হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোর্শেদ নেওয়াজ শিপলু, এস এম কামাল হোসেন, জাহিদ হাসান অপি, রোকেয়া রহমান, জান্নাতুল মাওয়া রুনা, শিরিনা আক্তার আইরিন, সাইদা আক্তার রীনি, শেখ আহম্মদ আলী, মোঃ সামছুর রহমান রনি, মোঃ শাহজালাল মোল্লা মিলন, মেজবাউর রহমান শুভ, রেদওয়ানুল রোহান প্রমুখ।
সভায় সিটি কলেজের রি-ইউনিয়ন সফল ও জাঁকজমকপূর্ণ করতে সকলে ঐক্যমত পোষণ করেন এবং নানামুখী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।