কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালিগঞ্জ ঝিনাইদহ দক্ষিণবঙ্গের ঝিনাইদহের স্বনামধন্য এনজিও সিও কর্তৃক ছয়টি উপজেলার ১০০ জন কৃষি উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে। গত রবিবার সকাল ১১ টায় সিও সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহের কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলোকুপা, হরিণাকুন্ডু ও ঝিনাইদহ সদরের ১০০ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। সিওর নির্বাহী পরিচালক শামসুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার সমাজ সেবা অফিসার আব্দুল কাদের সহকারী জেলা সমাজসেবা কর্মকর্তা মুমিন রহমান। এরমধ্যে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা একাধিকবার কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কালীগঞ্জের মর্জিনা বেগম, শিক্ষিত যুবক কৃষি উদ্যোক্তা সাবিরুল ইসলাম ও ড্রাগন ফুল পেয়ারা কুল সহ বিভিন্ন উদ্যোক্তা কৃষকদের সম্মাননা স্মার প্রদান করা হয়েছে।