
জন্মভূমি ডেস্ক : গাজায় সুড়ঙ্গের ফাঁদে নাজেহাল ইসরাইল। হামাসের সুড়ঙ্গে আরও চার ইসরাইলি সৈন্য প্রাণ হারিয়েছেন। হামাসের সঙ্গে সম্মুখযুদ্ধে মারা গেছেন আরও এক ইসরাইলি সৈন্য। রবিবার ইসরাইলি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। ইসরাইলের ইনেত নিউজের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি বুবি-ফাঁদ সুড়ঙ্গে চার সেনা নিহত হয়েছেন এবং আরেকজন উত্তরে যুদ্ধে নিহত হয়েছেন। বুবি-ফাঁদ হলো এমন একটি ডিভাইস বা সেটআপ, যা মানুষ বা অন্য প্রাণী হত্যা, ক্ষতি বা অবাক করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কখনো কখনো এটি শিকারকে এর দিকে প্রলুব্ধ করার জন্য কিছু টোপ ব্যবহার করে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের ৪৩ সেনার মৃত্যু হয়েছে। গাজাজুড়ে বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রচন্ড যুদ্ধের মুখোমুখিও হচ্ছে ইসরাইল।
গাজার কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। জ্বালানির অভাবে গাজার প্রায় সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরাইলি সৈন্য গাজার অন্যতম আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে। জ্বালানির অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এর ফলে হাসপাতালের ইনকিউবেটরে থাকা দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেবা না পেয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। মৃত্যুর অপেক্ষায় রয়েছে আরও ৩৭ শিশুসহ গুরুতর আহত অনেক রোগী। আল শিফা হাসপাতালে শত শত রোগী ছাড়াও হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সেখানকার শেষ জেনারেটর বন্ধ হয়ে যায় যখন সেটির জ্বালানি শেষ হয়ে যায়। চিকিৎসার যন্ত্রপাতিগুলো সব বন্ধ হয়ে যায়। রোগীরা, বিশেষত যারা নিবিড় চিকিৎসাকেন্দ্রে ছিলেন তাদের জীবন শেষ হয়ে যায়।