শেখ হাসান আল মাহমুদ, শরণখোলা : পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে আবারো বাঘ দেখতে পেয়েছেন পর্যটকেরা। মঙ্গলবার সকালে বড় কটকা খাল দিয়ে পর্যটকবাহী জাহাজ যাওয়ার সময় একটি বাঘকে নদী সাতরে যেতে দেখেছেন। পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সোয়েবুর রহমান সুমন মুঠোফোনে বলেন, খুলনার পর্যটকবাহী জাহাজ “দি সেইল” মঙ্গলবার সকাল ১০টার দিকে পর্যটক নিয়ে কটকা খাল দিয়ে যাওয়ার সময় একটি রয়েলবেঙ্গল টাইগারকে সাতরে খাল পার হয়ে বনের গহীনে চলে যেতে দেখেছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকেরা তাকে জানিয়েছেন । এ সময় পর্যটকেরা বাঘ সাতরে যাওয়ার দৃশ্য ভিডিও করেছেন বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এর আগে গত ১৯ জানুয়ারী কটকা অভয়ারণ্যের বেতমোড় খাল এলাকায় পর্যটকবাহী জাহাজ আলাস্কার পর্যটকেরা এক সাথে তিনটি বাঘকে খাল সাতরে নদী পার হয়ে বনের মধ্যে চলে যেতে দেখেছিলেন।