By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
Reading: সুন্দরবনের জানা অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনের জানা অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৩
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের জানা অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৬৩

Last updated: 2025/06/18 at 2:18 PM
করেস্পন্ডেন্ট 6 days ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত প্রশস্ত বনভূমিকেই বলা হয় সুন্দরবন। এটি বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। এই বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে অবস্থিত।
ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন, যার মধ্যে ৬,০১৭ বর্গকিলোমিটার রয়েছে বাংলাদেশে আর বাকি অংশ রয়েছে ভারতে। সুন্দরবনকে ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এটি বাংলাদেশের জন্য প্রকৃতির উপহার।

বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। তবে সুন্দরবনের নাম মূলত রাখা হয়েছে সুন্দরী গাছের নামানুসারে। সুন্দরবনে সুন্দরী গাছ সবচেয়ে বেশি।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জীব-বৈচিত্র্যের আধার এই সুন্দরবনে ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮টি উভচর প্রজাতির আবাস্থল। সুন্দরবনে রয়েছে বিখ্যাত প্রাণী রয়েল বেঙ্গল টাইগার।আছে নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ, বিভিন্ন ধরনের পাখিসহ অসংখ্য প্রাণী।
জরিপ মোতাবেক, ১০৬ বাঘ এবং এক লক্ষ থেকে দেড় লক্ষ চিত্রা হরিণ রয়েছে এই সুন্দরবনে। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। পাখি বিষয়ক পর্যবেক্ষণ পাঠ ও গবেষণার ক্ষেত্রে পাখি-বিজ্ঞানীদের জন্য সুন্দরবন এক অনন্য উদাহরণ।

সুন্দরবনের বনজ বৈচিত্র্যের মধ্যে প্রধান হচ্ছে সুন্দরী বৃক্ষ। এছাড়া রয়েছে গেওয়া, গড়ান, ধুন্দল ও কেওড়াসহ অনেক রকমের গাছ। ১৯০৩ সালে প্রকাশিত প্রেইন এর হিসেব মতে, সুন্দরবনে সর্বমোট ২৪৫ শ্রেণীর ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনে রয়েছে বিখ্যাত গোলপাতা গাছ, বিভিন্ন প্রজাতির ঘাস, গুল্ম , শণ, নলখাগড়া। সুন্দরবনে রয়েছে অসংখ্য মৌচাক, যা থেকে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে মৌয়ালরা। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মধু।

সুন্দরবনের মৎস্য সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়।
: গলদা, বাগদা চিংড়ি বাদে অন্যান্য যে মাছ সেগুলোকে সাদা মাছ বলা হয়।
গলদা, বাগদাসহ সব চিংড়ি প্রজাতিকে বোঝায়। সুন্দরবনে পাওয়া যায় হাজার হাজার কাঁকড়া, তিতপুটি মাছ, কালো হাঙর, ইলশা কামট, ঠুটি কামট ইত্যাদি। সুন্দরবনে শিড়দারওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। আর বাণিজ্যিক মাছ রয়েছে ১২০ প্রজাতির, কাঁকড়া ও চিংড়ি রয়েছে ৯ প্রজাতির আর শামুক ১২ প্রজাতির।

বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের ভূমিকা অপরিসীম। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এ বন থেকে জ্বালানি কাঠ, গোলপাতা, মধু, বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ করা হয়। এগুলো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব খাদ্য সংস্থা (১৯৯৫) সালে জানিয়েছে, সুন্দরবনের কাঠ ও জ্বালানি থেকে আয় হয় প্রায় ৪৫ শতাংশ। এছাড়া নিউজপ্রিন্ট, দিয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল। বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তালয় হিসেবে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

: জামতলায় একটি টাওয়ার আছে এখান থেকে সুন্দরবনের সৌন্দর্য কিছুটা চোখ বুলানো যায়। আর ভাগ্যে ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখা পাওয়া যেতে পারে।
: মান্দার বাড়িয়া সমুদ্রসৈকতের কিছুটা অংশ এখনো অনাবিষ্কৃত রয়েছে। তবুও এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
হিরণ পয়েন্টের কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে নয়নাভিরাম সব সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে হরিণ, বানর, কুমির ও গুই-সাপ দেখা যায়। মাঝে মাঝে রয়েল বেঙ্গল টাইগার ও দেখা যায়।
দুবলার চর সুন্দরবনের অন্তর্গত ছোট একটি চর। মাছ ধরার মৌসুমে এখানে জেলেদের বসতি গড়ে ওঠে। তাই এখানে অনেক পর্যটক বেড়াতে আসে। জেলেদের মাছ ধরা, তাদের সংগ্রাম-মুখর জীবনযাত্রা, তাদের রাত্রিযাপন ইত্যাদি এখানে দেখা যায়। মাছ শুটকি, আহরিত মাছ ধরাও এখানে দেখা যায়। প্রতিবছর এখানে বসে পূর্ণমার মেলা, দেশি বিদেশী অনেক পর্যটক এখানে ভিড় করেন।
: কটকা সী বিচ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর। এখানে বেলাভূমি জুড়ে আকা থাকে লাল কাঁকড়াদের শিল্পকর্ম। নয়নাভিরাম এই দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।

করেস্পন্ডেন্ট September 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তীব্র হচ্ছে খুলনা নগরীর জলাশয় সংকট, হুমকীর মুখে পরিবেশ
Next Article শ্যামনগরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনপঞ্জি

September 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Aug    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌দুই মাসে ভোমরা বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
তাজা খবরসাতক্ষীরা

বইছে ‌‌‌ঋতুরাণী শরৎকাল

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌দুই মাসে ভোমরা বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
তাজা খবরসাতক্ষীরা

বইছে ‌‌‌ঋতুরাণী শরৎকাল

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?