দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন ম্যানগোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ সভার আয়োজন করেন।
রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন চালনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, বিধান চন্দ্র ঘোষ, পভাষক লিপিকা বৈরাগি, সিএনআরএস প্রতিনিধি তৃপ্তি মন্ডল, দেবাশীষ ঢালী, অধ্যাপক তপন কুমার মন্ডল, ইয়ুথ লিডার গ্রিরিশ চন্দ্র রায়, পূজা রায়, প্রান্ত বিশ^াস, জুয়েল মন্ডল, অমিত রায় প্রমুখ।
সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়

Leave a comment