কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২০ কেজি সুন্দরবন হতে বিষ দিয়ে ধরা অবৈধ চিংড়ি মাছ সহ ২ জন পাচারকারীকে আটক করেছে। জানা গেছে ২৮ আগস্ট (সোমবার) ভোর পৌনে ৬ টার দিকে কয়রা থানার এসআই সালাহউদ্দিন ও এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের পুত্র হাসানুজ্জামান ওরফে কলিম(৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার পুত্র আব্দুল্যাহ আল মামুন(২৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা যোগে নিয়ে এসে ৯ টি বস্তা ও ৩ টি ক্যারেটে রাখা অবস্থায় মাছ সহ তাদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এদেরেক কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযোগ রয়েছে জোড় সিং গ্রামের আসাদুল কোম্পানির নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক জেলে দীর্ঘদিন যাবত প্রজনন মৌসুম নিষিদ্ধ বনাঞ্চল সহ প্রায় সারা বছর যাবত সুন্দরবনের নদনদীতে বিষ দিয়ে মাছ ধরে সুন্দরবনের পরিবেশ দূষিত করে আসছে। এ ভাবে চলতে থাকলে মৎস্য ভান্ডার খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন অদুর ভবিষ্যতে তার সুনাম হারাবে।