By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনে যে সমস্ত বিলুপ্ত প্রাণী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনে যে সমস্ত বিলুপ্ত প্রাণী
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে যে সমস্ত বিলুপ্ত প্রাণী

Last updated: 2025/06/18 at 2:18 PM
করেস্পন্ডেন্ট 7 days ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর : সুন্দরবন  বলতেই মনশ্চক্ষে ভেসে ওঠে এক বিস্তীর্ণ সবুজ বনভূমি । রয়েল বেঙ্গল টাইগার এর বাসভূমি । চিতল হরিনের ছোটাছুটি, বানর দলের এ গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে চলা । অসংখ্য পাখপাখালির কলরব, আর জলে নরখাদক কুমির । বাংলায় একটা প্রবাদই আছে “জলে কুমির ডাঙায় বাঘ” অর্থাৎ “উভয় সংকট ” । এই প্রবাদটির উৎপত্তি হয়েছেই সুন্দরবনের বিপদসঙ্কুল জঙ্গল ও জলাভূমির কথা মাথায় রেখে । সত্যি ভয়ঙ্কর সুন্দর এই সুন্দরবন । এশিয়ার সর্ববৃহৎ Mangrove Forest । সুন্দরী গাছের আধিক্যের কারণে এই জঙ্গলের নাম হয়েছে “সুন্দরবন” । কিন্তু আমাদের চিরচেনা সুন্দরবন কিন্তু আগে এইরূপ ছিল না । তখন বর্ধিষ্ণু জনপদ ছিল এই বনভূমির জায়গায় । কাল ক্রমে সেই জনপদ ধ্বংস হয়ে জঙ্গলে ঢেকে গেলো । এখনকার সুন্দরবনে যে সকল প্রাণী আছে আগে কিন্তু এর থেকে বহু প্রজাতির প্রাণী ছিল যে গুলোর অনেকেই এখন সম্পূর্ণ বিলুপ্ত । মানুষের লোভের বশে, প্রকৃতির প্রতিকূলতায় আর খাদ্য সংকটে তারা পুরোপুরি মুছে গেছে সুন্দরবন থেকে । আজ সেই সকল বিলুপ্ত প্রাণীবর্গ নিয়েই বলবো ।
১. জাভার গন্ডার (Javan rhinoceros) : বৈজ্ঞানিক নাম – Rhinoceros sondaicus । এই ধরণের গন্ডার জাভা তে পাওয়া যায় । এরা এক শৃঙ্গি, আফ্রিকার গন্ডারের তুলনায় আকারে কিছুটা ছোট । বর্তমানে সারা বিশ্বে “অতি বিপন্ন প্রজাতি” লিস্টে এদের নাম উঠে গেছে । অদূর ভবিষ্যতে এদের আর হয়তো খুঁজে পাওয়া যাবে না ।

২. ভারতীয় গন্ডার (Indian rhinoceros): বৈজ্ঞানিক নাম – Rhinoceros unicornis । ভারতের শুধুমাত্র আসামের কাজিরাঙা অভয়ারণ্যে এখন এরা টিকে আছে । আগে সুন্দরবনেও ছিল । চোরাশিকারিদের দৌরাত্ম আর তীব্র খাদ্য সংকট জাভা আর ভারতীয় গন্ডারদের বিলুপ্তির প্রধান কারণ ।
৩. ভারতীয় হাতি (Indian elephant) : বৈজ্ঞানিক নাম – Elephas maximus । অবিশ্বাস্য হলেও সত্যি যে এক সময় সুন্দরবনে হাতি ছিল । সুন্দরবনের অপেক্ষাকৃত উচ্চভূমিতে এরা বিচরণ করত । কিন্তু সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ হাতিদের জন্য মোটেও অনুকূল ছিল না । এছাড়া গন্ডার আর বুনো মহিষদের সাথে খাদ্য প্রতিযোগিতায় টিকতে না পেরে খুব শীঘ্র এরা সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যায় ।
৪. বুনো মহিষ (Indian Wild water buffalo) : বৈজ্ঞানিক নাম – Bubalus arnee । সুন্দরবনে এক সময় প্রচুর ভারতীয় বুনো মহিষ পাওয়া যেত । এদের ওয়াটার বাফেলো -ও বলা হয়, কারণ এরা দীর্ঘক্ষণ জলে নিজেদের জিইয়ে রাখে, এটাই এদের স্বভাব । হাতি, গন্ডার ও মহিষ পারস্পরিক খাদ্য প্রতিযোগিতায় আর প্রচুর লবনাক্ত জলাভূমির কারণে বিলুপ্ত হয়ে যায় ।
৫. চিতা বাঘ (Indian leopard) : বৈজ্ঞানিক নাম – Panthera pardus fusca । সুন্দরবনে সর্বশেষ চিতাটির দেখা পাওয়া গেছে ১৯৩১ সালে । এর পরে এদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি । ধারণা করা হয় অতি উচ্চ মাত্রায় লবনাক্ত জলাভূমি এদের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে । এছাড়া চোরা শিকারীরা তো আছেই ।

৬. ভারতীয় সিংহ (Asiatic lion) : বৈজ্ঞানিক নাম – Panthera leo । সিংহ । হ্যাঁ, ঠিকই শুনেছেন । এক সময় সত্যি সিংহ ছিল সুন্দরবনে, ভারতীয় সিংহ । এখন এই এশীয় সিংহদের একমাত্র ঠিকানা ভারতে গুজরাটের গির অরণ্যে । এই সিংহ আকারে আফ্রিকার সিংহদের তুলনায় ছোট, কেশর অপেক্ষাকৃত কম ঘন । সুন্দরবনে এদের বিলুপ্তির সব চাইতে বড় কারণ হলো প্রতিযোগিতায় বাঘের সাথে হেরে যাওয়া । সুন্দরবনের বাঘ আসলেই সিংহের চাইতে অধিক হিংস্র আর শক্তিতেও অনেক বেশি বলবান । তাই অতি অল্প সময়ের মধ্যে সিংহরা হেরে ভূত হয়ে গেলো ।

৭. ময়ূর (Indian peacock) : বৈজ্ঞানিক নাম – Pavo cristatus । সুন্দরবনে এক সময় ময়ূর ছিল । অতিরিক্ত জোয়ার প্লাবনের কারণে আর অত্যধিক শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কারণে এরা খুব দ্রুত বিলুপ্ত হয়ে যায় ।
৮. বারশিঙ্গা (Barasingha/Swamp Deer) : বৈজ্ঞানিক নাম – Rucervus duvaucelii । শম্বর জাতীয় এই হরিণ এক সময় সারা সুন্দরবন জুড়ে ছিল । আকারে চিতল হরিনের তুলনায় অনেক বড়। মাথায় ১০-১৪ টি শাঁখাযুক্ত শিং থাকার কারণে এর নাম বারশিঙ্গা, অর্থাৎ বারোটি শিং । চোরাশিকারিদের দাপটে স্রেফ এরা বিলুপ্ত হয়ে গেছে সুন্দরবন থেকে ।
৯. মগর বা ভারতীয় কুমীর (Mugger crocodile) : বৈজ্ঞানিক নাম – Crocodylus palustris । সুন্দরবনে এখন যে salt water crocodile আছে তার তুলনায় এই মগর কুমির অনেকটাই ছোট ছিল । ব্রিটিশ ভারতে শুধুমাত্র অত্যধিক শিকারের কারণে কুমিরের এই প্রজাতিতে বিংশ শতাব্দীর মাঝামাঝি সুন্দরবন থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় । মানুষের সীমাহীন লোভের কারণেই শুধু আপাত নিরীহ এই কুমির প্রজাতি সুন্দরবন থেকে সম্পূর্ণ মুছে গেলো, খুবই দুঃখের ব্যাপার এটা ।

১০. গাঙ্গেয় শুশুক (Gangetic Dolphin) : বৈজ্ঞানিক নাম – Platanista gangetica । এই শ্রেণীর শুশুক আমরা ছোটবেলায় অনেকেই দেখে থাকবো বড় কোনো নদীতে নৌকায় বেড়ানোর সময় ।এরা ধূসর রঙের অপেক্ষাকৃত ছোট (একজন পূর্ণ বয়স্ক মানুষের সমান আকৃতি এদের) নদীর শুশুক । গাঙ অর্থাৎ নদীতে এদের পাওয়া যায় তাই নাম গাঙ্গেয় শুশুক । খুবই নিরীহ এরা, শুধুই মাছ খায় এরা । সুন্দরবনের বড় নদী গুলোতে অত্যধিক জলদূষণের কারণে এরা সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে ।
এছাড়াও আরো বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে , তাদের মধ্যে আছে বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক কচ্ছপ, জলাশয়ের কচ্ছপ, ঘড়িয়াল, গোসাপ, কাঁকড়া দুই তিন রকমের ভোঁদড়, হনুমান, বেশ কয়েক প্রজাতির বন বেড়াল, অসংখ্য প্রজাতির পাখি ও মাছ । সত্যি অতীব দুঃখের ব্যাপার । আমাদের গর্ব যে বাঘ, সেও আজ বিলুপ্তির পথে । মানুষের লোভ যদি এভাবে দিন দিন বাড়ে তাহলে সে দিন আর বেশি দূরে নেই যে দিন আমাদের গর্বের “Royal Bengal Tiger” শুধু মাত্র বইয়ের পাতাতে ছবি হিসাবে ঠাঁই পাবে ।

করেস্পন্ডেন্ট November 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সমাবেশ
Next Article শ্যামনগরে লবণাক্ত জমিতে স্বপ্ন দেখাচ্ছে পরিকল্পিত কৃষি

দিনপঞ্জি

November 2025
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
« Oct    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ‌৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন আফরোজা!

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
চুয়াডাঙ্গাতাজা খবর

অতিরিক্ত ডিআইজির দর্শনা থানা ও পুলিশ কোর্ট পরিদর্শন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
কুষ্টিয়া

ভেড়ামারায় মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ‌৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন আফরোজা!

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
চুয়াডাঙ্গাতাজা খবর

অতিরিক্ত ডিআইজির দর্শনা থানা ও পুলিশ কোর্ট পরিদর্শন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
তাজা খবরমহানগর

খুলনার জাতিসংঘ শিশু পার্কে উন্মুক্ত মঞ্চ , সমালোচনার মুখে কাজ স্থগিত

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?