শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : ‘ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোাগান নিয়ে বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) পালিত হয়েছে সুন্দরবন দিবস। বন বিভাগ, সহব্যবস্থাপনা কমিটি, সুন্দরবন একাডেমি ও শরণখোলা প্রেসক্লাব পৃথকভাবে দিবসটি পালন করে।
সকাল ১০টায় সুন্দরবন একাডেমি ও শরণখোলা প্রেসক্লাবের য়ৌথ আয়োজনে উপজেলা সদর রায়েন্দা বাজারে শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উন্নয়ন সংস্থা রূপান্তরের ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু, ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হাসান তেনজিন এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি আসাদুজ্জামান আসাদ। বক্তারা, ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন বিদসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা দিয়ে রাস্ট্রীয়ভাবে তা পালনের দাবি জানান।
কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
অপরদিকে, একই সময়ে বনবিভাগ ও সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির আয়োজনে বন সংলগ্ন শরণখোলা বাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রদীপন সাইক্লোন শেল্টারে সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ব সুন্দবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ও ফরেষ্ট রেঞ্জার সুফল রায়, সিপিজি নেতা আবুল আসলাম তুহিন বয়াতি, মর্জিনা আক্তার প্রমুখ।
সুন্দরবন বিদসকে জাতীয় দিবস ঘোষনার দাবি
Leave a comment