জন্মভূমি ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ রবিবার লেনদেন শেষ হয়েছে। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫১ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৯৭৫ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৩০০ কোটি টাকার ঘরে।
জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩০২ কোটি পাঁচ লাখ টাকা। এদিনের লেনদেন গত ২৭ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন হিসেবে বিবেচ্য হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৭৪৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক শূন্য আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৪৬ দশমিক ৪৯ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৭ দশমিক ৫৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৯ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৯ দশমিক ৯০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১০টির ও কমেছে ২২৮টির বা ৫৮ দশমিক ১৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৪টির।
সূচকের পতনে কমেছে লেনদেন ও মূলধন
Leave a comment