জন্মভূমি ডেস্ক : সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “সেনাপ্রধান হিসেবে আমি রাজনীতিতে হস্তক্ষেপ করব না, এবং সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না।”
সম্প্রতি সেনা সদরদপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে, সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যে দিন অন্তর্বর্তী সরকার বলবে- আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে। আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব।”
রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা মনে করি, রাজনীতিবিদদের বিকল্প সেনাবাহিনী নয়, তাদের বিকল্প রাজনীতিবিদরাই।” তিনি আরও বলেন, “যে কোনো ত্যাগ স্বীকার করে হলেও, অন্তর্বর্তী সরকারের পাশে থাকব। আমরা সরকারের পাশে আছি এবং চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন, আমরা সেইভাবে সহযোগিতা করব।”
দেশ ও জাতির স্বার্থে, যেকোনো ত্যাগ স্বীকার করতে সেনাবাহিনী প্রস্তুত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “এই জাতির জন্য, দেশের জন্য, এবং দেশের মানুষের স্বার্থে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।”
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন, “আমি আশাবাদী। রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন। হয়তো ভিন্নমতের মানুষও আছেন। আমার অতীত অভিজ্ঞতায় বলে, যখন এমন একটা ক্রান্তিকাল আসে, আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন।”
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদী জেনারেল ওয়াকার উজ জামান বলেন, এখনও সমঝোতা সম্ভব। একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে। সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই।
সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার: সেনাপ্রধান

Leave a comment