বাগেরহাট অফিস : মোরেলগঞ্জের পার্শ্ববতী উপজেলা শরণখোলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে স্বামীর সাথে অভিমান করে চালের কীটনাশক ট্যাবলয়েড খেয়ে ওই গৃহবধুর আত্মহত্যা করেছে বলে জানাগেছে। পারিবারিক সূত্রে জানাগেছে, মালিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসি রুমান মীর এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রী হামিদা বেগমের সাথে পরোকিয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামীর সাথে অভিমান করে চালের কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
ওই রাতেই তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শেখ তাওহিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টায় হামিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে মালিয়া রাজাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ.ইচ.এম কামরুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে ওসি জানান।
স্ত্রীর পরকীয়া: কীটনাশক পানে প্রাণ গেল গৃহবধূর
Leave a comment