খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনার বুড়িয়ারডাঙ্গা গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হাসান ওরফে হোসেন(৫০)কে ১৯ বছর পর খুলনার খানজাহান আলী থানাধিন পাড়িয়ারডাঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। খানজাহান আলী থানা পুলিশ ১৪ঘন্টার বিশেষ অভিযান চালিয়ে গতকাল ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদ হাসান নিজের নাম পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে হোসেন নামে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১৯ বছর আত্মগোপনে ছিল বলে পুলিশ জানিয়েছেন। সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী ও পলাতক সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। কেএমপি কমিশনারের নির্দেশনা পেয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান থানার অফিসারদের নিয়ে বৈঠক করে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রসী এবং পলাতক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ড ভুক্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করে। নির্দেশনার তালিকা অনুযায়ী গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ হাসান ওরফে হোসেনের বিষয়ে তথ্য অনুসন্ধান শুরু করে থানার এস আই কামরুল হুদা নাইম। বিভিন্ন তথ্য উপাথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে ১৪ ঘন্টার অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাকে খানজাহান আলী থানাধিন পাড়িয়ারডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের একাধিক সুত্র থেকে জানাগেছে, ফুলতলা থানাধিন বুড়িয়ারডাঙ্গা গ্রামের কাওসার মোল্লার পুত্র জাহিদ হাসান(৫০) যশোর অভয়নগর থানা এলাকায় ২০০৪ সালে বিবাহ করেন। বিবাহের কিছু দিন পর পারিবারিক কলোহের জেরে তার স্ত্রীকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে নিহতের স্বজনরা বাদী হয়ে জাহিদ হাসানকে আসামী করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে(মামলা নং ৩, তাং – ৬-১-২০০৪)। মামলায় সে পলাতক থাকায় বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পুলিশ জানায় সাজা পাওয়ার পর জাহিদ হাসান তার নাম. পরিচয় পাল্টে হোসেন নাম ধারণ করে দেশের বাহিরে ভারতে কিছু দিন কাটানোর পর পুনরায় দেশে ফিরে সে চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারন করে ঘুরে বেড়াতো। সর্বশেষ ৩/৪ বছর আগে জাহিদ হাসান ওরফে হোসেন খুলনার ফুলতলার একটি জুট মিলে চাকুরী নিয়ে তার পাশের গ্রাম পাড়িয়াডাঙ্গায় জমি ক্রয় করে ভিন্ন পরিচয়ে বসবাস শুরু করে।
খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাস জানায় কে এম পি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারের দিক নির্দেশনা দিয়ে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন কর্মকর্তাদেরকে বিশেষ নির্দেশনা প্রদানের ধারাবাহিকতায় পথেরবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল হুদা নাঈম গ্রেফতারকৃত আসামী জাহিদ হাসানের বিষয়ে তথ্য উপাত্ত নিয়ে কাজ শুরু করে। অনুসন্ধ্যান শেষে ১১ সেপ্টেম্বর সোমবার ওসি তদন্ত পলাশ কুমার দাসের নেতৃত্বে এস আই কামরুল হুদা নাঈম, এএসআই আনোয়ারুল হক, এএসআই মাসুম আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ ১৪ ঘন্টার অভিযান শেষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খানজাহান আলী থানাধিন পাড়িয়ারডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাহিদ হাসান ওরফে হোসেনকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করে তাকে আদালতে সোপার্দ করা হয়।
স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Leave a comment