খুলনা সুবিধাবঞ্চিতদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে কাজ করছে ‘ স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল’। অনলাইনে চিকিৎসকের ভিডিওকলে কথা বলার জন্য সংগঠনটি স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল চালু করেছে।
সংগঠনটির উদ্যোগে শুক্রবার দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের রেলওয়ে এলাকার গ্রীনল্যান্ড বস্তিতে সকাল সাড়ে দশটায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন গাজি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডাঃ সাইফুজ্জামান জিয়ন।
বিনামূল্য চিকিৎসা সেবা ক্যাম্পের সভাপতিত্ব করেন স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের পরিচালক এম সাইফুল ইসলাম। পরিচালনা করেন সহ পরিচালক মুন্নি আক্তার। এছাড়া উপস্তিত ছিলেন সমন্বয়ক মুফাস্সির আলম লেলিন, মো ইমরান হোসাইন প্রমুখ।
বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে বক্তারা বলেন, এ উদ্যোগটি মানসম্পন্ন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি করোনার ভাইরাস সংক্রমণ হ্রাস করতেও সহায়তা করবে। ফলে রোগীদের একেবারে প্রয়োজন ছাড়া হাসপাতালে যাওয়ার দরকার পরবে না।’
উল্লেখ্য স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল এর মাধ্যমে রোগীরা নিজ বাসা থেকে খুব সহজেই ডাক্তারের পরামর্শ পাবেন। চিকিৎসা পরামর্শ ছাড়াও ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করে মেডিকেল টেস্টের সুযোগ পাওয়া যাবে ডিজিটাল হসপিটালের হেল্থ পার্টনারদের মাধ্যমে। এছাড়া এর আগে এ সংগঠনটি সুবিধাবঞ্চিতদের নিয়ে একটি পথশিশু স্কুল পরিচালনা করতো।
স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল স্বাস্থ্যসেবাকে সহজলভ্যর পাশাপাশি করোনার ভাইরাস মোকাবেলায় সহায়তা করবে
Leave a comment