জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর কোন বিকল্প নেই। ঘর সাজাতে যেমন নারীর হাত লাগে, তেমনি রাষ্ট্র পরিচালনায় নারীর মেধা, মননশীলতা, মাতৃত্বস্নেহকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। নারীদেরকে পিছনে ফেলে কখনই একটি রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়ন হতে পারে না। সে কারণে পুরুষের পাশাপাশি নারীদেরও শক্ত অবস্থান প্রয়োজন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নারীদেরকে প্রত্যেকটি ঘরে-ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলেই শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করে নারীর ক্ষমতায়ন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যা. রুনু ইকবাল বিথার, নাজনিন নাহার কণা, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মো. ফায়েজুল ইসলাম টিটো, মুক্তি রায়, মমতাজ বেগম, জেসমিন সুলতানা শম্পা, আলেয়া সাঈদ, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি।
২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর কনিকা সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুপ্তি হাসানের পরিচালনা উপস্থিত ছিলেন লুৎফন নাহার পলাশী, ফারহানা হক বপি, শিপ্রা ঘোষ, নাজমা রহমান, শামীম আরা পপি, মাজেদা বেগম, মোর্শেদা ইসলাম, শাহিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ২৮নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভায় সিটি মেয়র প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জামাল উদ্দিন বাচ্চু, হাফেজ মো. শামীম, বাবুল সরদার বাদল, আইরিন চৌধুরী নীপা, সপ্ত দিপা, জয়ন্তী, জেসমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।