
জন্মভূমি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যত। আপনারাই সিদ্ধান্ত নেবেন, আগামী দিনে কেমন বাংলাদেশ চান। যদি বাংলাদেশকে বিশ্বে একটি সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান- তাহলে আপনাদের নৌকায় ভোট দিতে হবে।
রবিবার (২১ মে) দুপুরে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে ‘বিশ্ববিদ্যালয় দিবস পালন’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। পরে তিনি বিকেল ৪টায় নেত্রকোনা সরকারী কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে যোগ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি শিক্ষায়, প্রযুক্তিতে ও বিজ্ঞানে উন্নত একটি দেশ চান- তবে আপনাদের ভোট নৌকায় দিতে হবে। যদি একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং নারীর অধিকার সমুন্নত রাখা দেশ চান- তাহলেও ভোট দিতে হবে নৌকায়। কারণ, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।’