জন্মভূমি ডেস্ক : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়।
আজ রোববার (২৯ অক্টোবর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মিছিলটি জিপিও জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠন সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এদিকে, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরও অনেকে।