By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হুমায়ূন কবীর বালুকে নিয়ে একটি দুর্লভ পুলিশ প্রতিবেদন (১৯৭২)
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হুমায়ূন কবীর বালুকে নিয়ে একটি দুর্লভ পুলিশ প্রতিবেদন (১৯৭২)
জাতীয়

হুমায়ূন কবীর বালুকে নিয়ে একটি দুর্লভ পুলিশ প্রতিবেদন (১৯৭২)

Last updated: 2021/06/27 at 12:09 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


আসিফ কবীর
২০০৪ সালের ২৭শে জুন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক হুমায়ূন কবীর বালু বোমা হামলায় খুলনায় নিজ পত্রিকা অফিসের সামনে নিহত হন। সে সময়ে তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এর আগেও ১৯৮৪ ও ১৯৯৮ সালে তিনি এ বিভাগীয় বৃহত্তম সাংবাদিক প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক হিসাবে খুলনায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলকদের অন্যতম ছিলেন। ২০০৯ সালে তাঁকে সরকার একুশে পদকে বিভূষিত করে।
২০০৮ সালে বালু হত্যা মামলায় সকল আসামিকে আদালতের রায়ে খালাস দেয়া হয়। আদালত একই রায়ে তদন্তের দুর্বলতা, তথ্য-প্রমাণের ঘাটতি, সাক্ষ্য প্রদানের অপ্রতুলতা ইত্যাদির উল্লেখ করে রায়ের প্রেক্ষিত ব্যাখ্যা করেন। ২০০৯ সালে একই ঘটনার বিস্ফোরক মামলাটি রায় ঘোষণার পূর্বমুহূর্তে পরিবারের পক্ষ থেকে আবেদন করে অধিকতর তদন্তের জন্য সিআইডিতে ন্যস্ত করার আদেশ লাভ হয়। দীর্ঘ পূর্ণতদন্ত শেষে চার্জশীট আদালতে জমা দেয়া হয়, পুনরায় বিচার প্রক্রিয়া শুরু হয় এবং ১৮ই জানুয়ারি ২০২১ বিস্ফোরক আইনে কৃত মামলায় সকল আসামিকে যাবজ্জীবন প্রদানের রায় দেয়া হয়।
হত্যা মামলায় সকল আসামির খালাস লাভ অত্যন্ত হতাশাব্যঞ্জক ছিল। মোটা দাগে এর প্রতিক্রিয়ায় হত্যাকা-ের ঘটনাটিকেই একরকম অস্বীকার করার নামান্তর বলে আপাত: দৃষ্টিতে আমাদের অনুভূত হয়। যদিও আদালত রায়ে বিচারিক সীমাবদ্ধতার কথা ও দুর্বলতার কারণগুলি উল্লেখ করে। দ্বিতীয় বারের রায়ে কিছুটা স্বস্তির জায়গা তৈরী হয়েছে। সাংবাদিকদের বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাঁরা এ পেশায় যুক্ত তাঁদের মাঝেও সামাজিক নিরাপত্তার অদৃশ্য প্ররক্ষা বৃদ্ধির বোধ তৈরী হয়েছে। মামলা নিয়ে এতটুকু পর্যন্ত অর্জনও সহজ ছিল না। এই পথ পরিক্রমায় পাশে থাকা সাংবাদিক সমাজ, আইনজ্ঞ, অধিকার কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই।
১৯৭২ সালেও একবার তাঁর জীবন বিপন্ন হতে বসেছিল। এ বিষয়ে স্বাধীনতা পদক ও পদ্মশ্রী সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীকের মাধ্যমে একটি গোয়েন্দা নথি হুমায়ূন কবীর বালুর পরিবারের হাতে আসে। ইনডেক্স টু দ্যা বাংলাদেশ পুলিশ অ্যাবসট্রাক্ট সাপলিমেন্ট অফ ইন্টেলিজেন্স শিরোনামে পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর ১৯৭২ এর ভলিউম এক ভুক্ত ৪২ পাতার ৩২২ নম্বরে খুলনা উপশিরোনামে প্রতিবেদনটি বিবৃতি হয়েছে। খুলনা পুলিশ ষ্টেশন কেস ১২ নং ৫ই মার্চ ১৯৭২ এ রেকর্ডকৃত। ৪৫৭/৩৭৬ একটি বাংলাদেশ পুলিশ কেস চালু হয়। রিপোর্টে দেখা যায় খুলনার ইকবাল নগর এলাকার [কাজী] শওকত আলী মামলাটির বাদী। হুমায়ূন কবীর বালু (বাংলাদেশ ছাত্রলীগের নেতা), বিবাদী (একজন ইউনিফর্ম অফিসার)-কে ধর্ষণ চেষ্টাকালে হাতেনাতে স্থানীয় আরো কয়েকজনের সহায়তা নিয়ে ইকবাল নগর এলাকায় ধরেন ও পুলিশে সোপর্দ করেন। পরে বিবাদী জামিন লাভ করেন।
জামিনে মুক্তি পেয়ে বিবাদী কয়েকজন সঙ্গী নিয়ে ৯ই মার্চ ১৯৭২ রাত আনুমানিক ১২:৪৫ এর (আগে-পরে) হুমায়ূন কবীর বালুকে তুলে নিয়ে যায়। এসময় ১৫,ইকবাল নগরস্থ তাঁর পৈতৃক বাড়ী ভাঙচুর করে বিবাদী ও তার সঙ্গীয়রা। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তাঁর খোঁজ শুরু করে। পরদিন সকালে শহরের জোড়াগেট এলাকায় তাঁকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্র সমাজ ক্ষিপ্ত ও প্রতিবাদী হয়। তারা দোষীদের সকলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবী করে। একই সাথে ‘বাংলাদেশ ফোর্স’ এর শহরে অনুপ্রবেশ বন্ধের দাবী জানায়। [প্রাসঙ্গিক প্রতিবেদনটির ইংরেজী থেকে অনুবাদ]
জাতির পিতা ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘটনার পরপরই অবগত করেন খুলনায় বসবাসকারী তাঁর ভাই শেখ আবু নাসের (সূত্র: সেখ সালাউদ্দীন জুয়েল, সাংসদ, খুলনা-২’র ১৩ই জানুয়ারি ২০২১ খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্যগণের সৌজন্য সাক্ষাৎকালে অনানুষ্ঠানিক বক্তব্য)। জেনারেল এম এ জি ওসমানী ওয়্যারলেস মেসেজে হুমায়ূন কবীর বালুর সন্ধান পেতে বার্তা দেন। এ ঘটনার পর দীর্ঘদিন খুলনা সদর হাসপাতালে ভর্তি থেকে তাঁকে চিকিৎসা গ্রহণ করতে হয়। তদানীন্তন কর্নেল আবুল মঞ্জুর ও মেজর সুবিদ আলী ভূইয়া খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে দেখতে আসেন।
১৯৭৫ সালে রাজনৈতিক পরিবর্তিত বাস্তবতায় এ ঘটনাটির রাজনীতিকীকরণের চেষ্টা হয়েছে। যথারীতি রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে ব্যাখ্যা ও বর্ণনা করা হয়েছে। এই দুর্লভ্য পুলিশী নথিটি তৃতীয় নয়নে বিষয়টিকে দেখার সুযোগ উন্মুক্ত করেছে।
২০০৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সার্ক সম্মেলনের সময় সাফমা’র (সাংবাদিক অধিকার নিয়ে সোচ্চার) সদস্য অনেক বিদেশী (দক্ষিণ এশীয়) সাংবাদিক বাংলাদেশে আসেন। তাদের একটি দল খুলনায় আসেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুব কাছাকাছি সংঘটিত সাংবাদিক হত্যাকা- নিয়ে সরোজমিন অনুসন্ধান করতে। তাদের প্রশ্ন থেকে জানতে পারি তদানীন্তন জোট সরকারের পক্ষ থেকে (তাদের) বলা হয়েছে ভারতীয় সীমান্ত সংলগ্ন এ অঞ্চলে সাংবাদিকরা চোরাচালানে জড়িত ও তারই অন্তর্দ্বন্দ্বে খুন হচ্ছেন। একথা ছিল সর্বৈব অসত্য ও যার পর নাই মর্মাহত হওয়ার মত। এর অল্পদিন পরে একই বছরে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সন্ত্রাস বিরোধী জাতীয় কনভেনশনে এর প্রতিবাদ জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২৮ জুন হুমায়ূন কবীর বালু হত্যাকা-ের পরদিনই বিশেষ প্রোগ্রামে খুলনায় আসেন। তখন তিনি বিরোধী দলের নেতা। তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন প্রায় ছয় মাস পূর্বে যখন তিনি সাংবাদিক মানিক সাহা নিহত হলে একইভাবে এসেছিলেন ও খুলনা প্রেসক্লাবে প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন তখন (সভার সভাপতি) হুমায়ূন কবীর বালু তাঁর নিজের জীবননাশের আশঙ্কা প্রকাশ করে শেষবার দেখতে আসার অনুরোধ করেছিলেন। হায়! দেখা যায় প্রোফেটিক কথার মত তা ফলে গেল। সেই অনুরোধ রক্ষার জন্যই তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর পক্ষ থেকে বার্তা পাঠিয়ে রাখা হয়, তাঁর খুলনায় উপস্থিতির পরই যেন দাফন কার্যক্রম করা হয়। তিনি তখন এই হত্যাকা-কে রাজনৈতিক হত্যাকা- হিসাবে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়েই তালিকা করে বিরোধী দল আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুবর্তী বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে, আরও হবে, তিনি বলেন। পরবর্তী ঘটনা প্রবাহ তেমনই ঘটেছিল। বালু হত্যাকা-টি যে রাজনৈতিক হত্যাকা-, তারও প্রমাণ স্পষ্ট হতে থাকে। এই আকষ্মিক হত্যাকা-ে তাঁর পরিবারকে অসীম মানবিক সঙ্কটে নিমজ্জিত হতে হয়। জ্যেষ্ঠ সন্তান হিসাবে সুকঠিন বাস্তবতা মোকাবেলা করতে হয় আমাকে। যা মনে পড়লে এখন ভাবি তখন অতিক্রম করলেও দ্বিতীয়বার এই বৈতরণী পেরোতে দিলে একই ব্যক্তি হয়েও আমি আর কোনদিনই তা মোকাবেলা করতে পারবো না।

করেস্পন্ডেন্ট June 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ১৭তম শাহাদাৎ বার্ষিকী আজ
Next Article বিশ্ব ইস্কন সম্প্রদায়ের এক নক্ষত্রের পতন!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বিস্তৃর্ন ফসলের মাঠ সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তনে উপকূলের মানুষ দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

ইউরোপ-আমেরিকায় যাচ্ছে উপকূলের টাইগার চিংড়ি

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

গণভোটের প্রচারণায় বিলবোর্ড বসাচ্ছে সরকার

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ : ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই-বাছাই

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ তামাকজাত দ্রব্য বিক্রি

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?