ক্রীড়া প্রতিবেদক : ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে ২০৩০ সালে। আর সে কারনে শতবর্ষীয় আসরকে স্মরণীয় করে রাখার জন্য এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। ঐ বছর বিশ^কাপ আয়োজিত হবে তিন মহাদেশের ছয় দেশে। মরক্কো, পর্তুগাল ও স্পেনে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ২০৩০ বিশ^কাপ। তবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও ম্যাচ আয়োজিত হবে। ফিফা গতকাল এই ঘোষনা দিয়েছে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে দক্ষিণ আমেরিকার তিন শহর মন্টেভিডিও, বুয়েন্স আয়ার্স ও অসানসিওনে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ^কাপের শতবর্ষ আয়োজনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর মাধ্যমে স্পেন ও পর্তুগালের বিডের সাথে সাথে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ের যৌথ বিডে কোন দেশই নিরাশ হলোনা।
এ সম্পর্কে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিভক্ত এই বিশে^ ফিফা ও ফুটবল সবাইকে এক করেছে। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বিশ^কাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এর থেকে ভাল উপায় আর হতে পারেনা। ১৯৩০ সালে প্রথম বিশ^কাপের আয়োজক উরুগুয়েকেও এর মাধ্যমে সম্মান জানানো হলো।’
আগামী বছর কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সবগুলো আয়োজক শহরের নাম ঘোষনা করবে ফিফা।
ল্যাটিন আমেরিকার তিন দেশ অবশ্য শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজ দেশে।