জন্মভূমি ডেস্ক : আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন কুষ্টিয়া থেকে রোড মার্চ শুরু হবে। সেখান থেকে গাড়ি বহর মেহেরপুর, মাগুরা, যশোর হয়ে খুলনায় প্রবেশ করবে। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় এই রোড মার্চ শেষ হবে। এছাড়া রোড মার্চ অতিক্রমের সময় প্রতিটি জেলা ও বড় বড় উপজেলায় পথসভা হবে।
কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে শনিবার সকালে খুলনা বিভাগের ১০ জেলার নেতাদের নিয়ে সভা করেছে বিএনপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে বিএনপির বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরপুর জেলা সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলার আহবায়ক মাহমুদ হাসান বাবু, সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ঝিনাইদহ জেলার সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,
মাগুরার আহবায়ক আলী আহমেদ, নড়াইলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ^াস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যশোর সদস্য সচিব এড. সাবিরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, সাতক্ষীরা আব্দুল আলীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি. আকরাম হোসেন তালিম, এম এ সালাম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান প্রমূখ।