জন্মভূমি ডেস্ক : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের একটি পর্যালোচনা দল। তারা আগামী ৭ অক্টোবর আসবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার।
তিনি জানান, দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।
বায়ার্ন শিলার জানান, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি আরও জানান, প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত