বিজ্ঞপ্তি : নগরীর দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। নগরীর দৌলতপুর থানার ১নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় গত শনিবার রাতে এক আকষ্মিক অগ্নিকাণ্ডে ৮টি বাড়ি সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ৮টি পরিবারের মাঝে রোববার নগদ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রোববার বিকাল ৪টায় বকুলের পক্ষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা এবং মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল আনাম খান, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, কাজী নেহিবুল হাসান নেহিম, ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, শেখ বেলায়েত হোসেন, সর্দার শফিকুল আমিন লাভলু, মাজেদুল ইসলাম, আইয়ুব আলী, সৈয়দ মাইনুল ইসলাম, শাহজাহান খান, মাহবুবুর রহমান, আল মামুন, রাকিব, আশরাফুল, জাকির, মিলন, মিজান, রনি, রিপ্পি, রুমা, মদিনা, কাওসার, মনু, আতিয়া, লোকমান, রিপন প্রমুখ।