জন্মভূমি ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাতটার দিকে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভোরে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। তার শ্বাসনালি পুড়ে গেছে। তার জীবন শঙ্কার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় কবির ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
অগ্নিদগ্ধ জাতীয় কবির নাতির অবস্থা আশঙ্কাজনক
Leave a comment