
জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা ও পুলিশ কোর্ট পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন- পিপিএম-সেবা। ১০ নভেম্বর (সোমবার) সকালে দর্শনা থানা ও বিকালে পুলিশ কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন করেন তিনি। অ্যাডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দিন পরিদর্শনকালে অফিসের সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন। দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, কোর্ট পুলিশ পরিদর্শক দর্শনা থানা ও কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

