জন্মভূমি রিপোর্ট : খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার সকালে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) মোঃ আব্দুর রশিদের বদলিজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ মাহমুদ, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী মাসুদ মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত