ক্রীড়া প্রতিবেদক : অধিনায়ক ইস্যুতে যেন আলোচনা থামছেই না। হুট করেই ওপেনার তামিম ইকবালের সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক খুঁজে পেতে বেশ বিপাকেই পড়েছে বিসিবি। একের পর এক সভা করেও নতুন অধিনায়ক নির্বাচন করতে পারেনি বোর্ড। তাই এবার অধিনায়ক বাছাইয়ের গুরুদায়িত্ব পড়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাঁধে।
সোমবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভা শেষে অধিনায়ক ইস্যুতে কথা বলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এসময় অধিনায়ক বাছাইয়ে বিসিবি সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত