
বিজ্ঞপ্তি : প্রয়াত সাংবাদিক মানিক সাহা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনার সহ রাজনৈতিক বিষয়ক সম্পাদক দীলিপ কুমার সাহার মাতা তালতলা নিবাসী অনিতা রাণী সাহা (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ২০ ফেব্রুয়ারি’২৩ তারিখ রাত ১০টায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং স্বর্গীয় অনিতা রাণী সাহার আত্মার মুক্তি চিরশান্তি ও স্বর্গবাস কামনা করে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ সহ-সভাপতি সুখময় বিশ্বাস, সমর কুমার কুন্ডু, মিঃ সরোজ মল্লিক, শ্যামল রায়, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস, তরুন রায় শিবু, গোপাল ঘোষ, বিপুল পোদ্দার, সম্পাদকমণ্ডলী অধ্যাপক ডা: পরিতোষ চৌধুরী, নিলয় মুখার্জী, বিশ্বজিৎ দে সরকার, জন বুলেট ঘোষ, রঘুনাথ ঘোষ কালা, বিপ্লব দাস, অশোক সাহা, সঞ্জীব সাহা কালু, সাংবাদিক বিমল সাহা, বলরাম ঘোষ, সুকদেব কুমার ঘোষ, সঞ্জয় রানা, খোকন, কুমার দাস, মিন্টু আঢ্য প্রমুখ।