মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য ও নব নির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, বিগত আমলে চাঁদাবাজি টেন্ডারবাজি অত্যাচার ঘুষবাণিজ্যসহ সকল অনিয়ম ও দূর্ণীতির শ্বেতপত্র প্রকাশ করে দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকলকে সহযোগীর হাত প্রসারিত করতে হবে। বুধবার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী ইশতেহার মোতাবেক কোন সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজ দূর্নীতিবাজকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুন:ব্যক্ত করে ইয়াকুব আলী আরো বলেন, সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে মনিরামপুরকে উন্নয়নের মডেল হিসেবে তৈরী করে শস্তিদায়ক পরিবেশ গঠন করা হবে।
মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ। সাংবাদিক এসএম সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, হাশেম আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, সহকারি অধ্যাপক অব্বাস উদ্দিন, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, ফারুক আলম, ইলিয়াস হোসেন, সহকারি অধ্যাপক বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল, অশোক বিশ্বাস, মনিরুজ্জামান, আব্দুল্লাহ সোহান, জয়নুল আবেদীন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত