
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে শপথ নেবো পাচার রোধে, বিদেশ যাবো বৈধ পথে ব্র্যাকের সহতায় নারী শিশু পাচার ও অবৈধভাবে বিদেশ মানব পাচারের এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মাইগ্রেশন প্রোগ্রামার ব্র্যাকের সঞ্চালন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুখপুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, নুরুল কদর, আবুল কালাম রফিকুজ্জামান, মেহেদী হাসান, সুভাষচন্দ্র চক্রবর্তী, উম্মে সালমা আক্তার, মমতাজ পারভীন, আলমাছর রহমান, সুমন মিয়া, তপন কুমার বিশ্বাস, এম এস রেজা, মৌসুমী খাতুন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত