জন্মভূমি ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোনো পর্যটক বা স্থানীয় বাসিন্দা অনুমতি ছাড়া হজ করলে ৫০ হাজার রিয়াল—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান—জরিমানা করা হবে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ করা অবৈধ বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যে বা যারা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হজযাত্রীদের পরিবহন করবেন, তাদেরও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব বিদেশি হজ মৌসুমের এই আইন লঙ্ঘন করবেন, তাদের প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আইন লঙ্ঘনকারীদের ওই ব্যক্তিদের ওপর পরের ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজ প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে এবং আইন ও বিধিবিধান লঙ্ঘন রোধ করতে কঠোর শাস্তির এ ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অভ পাসপোর্টের সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ-সংক্রান্ত আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করবে।