
তালা প্রতিনিধি : অনলাইন জুয়া,চুরি, মাদক বাল্যবিবাহ কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে তালার খলিলনগর পরিষদ ব্যতিক্রম ধর্মী নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে খলিলনগর ইউনিয়নে।
ইউনিয়ন পরিষদের সচিব সেখ রেজাউল করিম জানান, খলিলনগর ইউনিয়নে সাম্প্রতিককালে অনলাইন জুয়া, চুরি, মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুলাই ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খলিলনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহ হলো- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনমূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের দোকান বন্ধ, শিক্ষার্থীদের স্কুল চলাকালীন বাজারে কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ ইত্যাদি।
ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে গত ১৮ জুলাই খলিলনগর বাজার ও ১৯ জুলাই মাছিয়াড়া পাঁচমাথা বাজারের সচেতনমূলক সভা অনুষ্টিত হয়। এ ছাড়া গত ১৮ জুলাই রাত হতে ইউপি সদস্যদের তত্বাবধানে গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরা শুরু হয়েছে।
এ ব্যাপারে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিককালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্বেগজন ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণকে সচেতন করতে পারলে অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ দল-মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনামূলক কর্মসূচিপালন করছে। সমাজে যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।