জন্মভূমি ডেস্ক : অপু বিশ্বাস-সাকিব খান-বুবলি, ঢাকাই সিনেমার এই তিন তারকা সবসময়ই বিয়ে ও বাচ্চা নিয়ে আলোচনায় থাকেন। বিশেষ করে অপু-বুবলি সুযোগ পেলেই একে অপরকে খোঁচা মেরে কথা বলতে ছাড়েন না।
শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে একটা স্টাটাস ছড়িয়ে পড়ে, তাপস-বুবলি করছেন প্রেম। স্টাটাসটি দেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে অবশ্য মুন্নী আবার স্টাটাস দিয়ে দাবী করেন তাঁর আইডিটি হ্যাক হয়েছে।
এসবের মাঝেই শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্টোরি দিয়েছেন এই নায়িকা। যেখানে অপু লিখেছেন- জন্ম, মৃত্যু ও বিয়েসহ সব আল্লাহর হাতে। মাঝখানে প্রেমটা শুধু শয়তানের হাতে।
এদিন সকালে নিজের কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেন এই নায়িকা। যার ক্যাপশনে লেখেন, আজকের সকালটা অনেক সুন্দর। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস। আসলেই মানুষের জীবন সুন্দর।
এ সকল আলোচনার মধ্যেই অপু বিশ্বাসের পোস্টের পর ভক্তদের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি কী কাউকে ইঙ্গিত করে কিছু বলতে চেয়েছেন কিনা সেটাও অনুরাগীরা জানতে চাচ্ছে।
কারণ এর আগেও অপু বিশ্বাস কিংবা বুবলী, একে অন্যেকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন। কখনো প্রত্যক্ষভাবেই দু’জন দু’জনকে কটাক্ষ করেছেন।