তালা প্রতিনিধি : তালা উপজেলার কুটিঘাটায় কৃষি মেলার অনুমতি নিয়ে শর্তভঙ্গ করে সেখানে অশ্লীল যাত্রাপালা ও জমজমাট জুয়ার আসর বসানোর পর তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দৈনকি জন্মভূমিসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। জুয়ার আসর চালু হওয়ার চারদিন পর জেলা প্রশাসকর নির্দেশেই তা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, জুয়ার আসর আবারও চালু করার জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছে চিহ্নিত ওই মহলটি। স্থানীয় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তারা দৌড়ঝাপ শুরু করেছে। এলাকায় তারা আজ সকাল থেকেই প্রচার দিয়েছে টাকার বিনিময়ে সবকিছুই ম্যানেজ করা হয়েছে। আবারও অশ্লীল যাত্রাপালা ও জমজমাট জুয়ার আসর বসবে।
অপরদিকে, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলমসহ ১১ জন নির্বাচিত ইউপি সদস্য, এলাকার সর্বস্তরের মানুষ জুয়ার আসর বন্ধের ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম জানান, সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে ধানদিয়া ইউনিয়নে কৃষি মেলা করার জন্য একটি মহল জেলা প্রশাসকের কাছে আবেদন করে। এলাকায় কোন ধরনের অশ্লীলতা, জুয়া বা আইনশৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কর্মকান্ড করবে না এই শর্তে কৃষি মেলার অনুমতি দেয়া হয়। কিন্তু প্রথম থেকেই শর্ত ভঙ্গ করে ধানদিয়ার কুটিঘাটা বাজার এলাকায় চারিপাশে টিন দিয়ে ঘিরে বিশাল প্যান্ডেল তৈরী করে সেখানে অশ্লীল যাত্রাগান, জুয়ার জমজমাট আসর বসায়। শুক্রবার থেকে শুরু হওয়া কৃষি মেলার নামে জুয়ার আসর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়ার স্থানীয় ওই চিহ্নিত মহলটি মেলা পুনরায় চালু করার জন্য তার কাছে আসে। তারা আবারও জুয়ার আসর চালু করবে বলে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। তিনি বলেন, আমার এলাকা অত্যন্ত শান্তিপ্রিয়। এভাবে জুয়ার আসর বসলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটবে। চুরি, ডাকাতি বৃদ্ধি পাবে। স্কুল, কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া সাঙ্গাতিক ভাবে ক্ষতি হবে। বিধায় কৃষি মেলার নামে জুয়ার আসর বন্ধ করতেই হবে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এলাকায় কোন ধরনের অশ্লীলতা, জুয়া বা আইনশৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কর্মকান্ড করবে না এই শর্তে ধানদিয়ায় কৃষি মেলার অনুমতি দেয়া হয়েছে। কৃষি মেলার অন্তরালে কোন ধরনের অবৈধ কর্মকান্ড পরিচারিত হলে মেলা বন্ধ করে দেয়া হবে। একই সাথে তদন্ত করে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।