
সাতক্ষীরা প্রতিনিধি : পৌরবাসীর আন্দোলনের মুখে অবশেষে সাতক্ষীরা পৌরসভা থেকে সাপ্লাইকৃত পানির বিল কমিয়ে ৪০০ টাকা থেকে ২০০ টাকা করা হয়েছে। অতিরিক্ত পানির বিল কমাতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাষ্কৃতিক সংগঠন বেশ কিছুদিন ধরে পৌর সভা ঘেরাও, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে অসছিল। অবশেষে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র মধ্যস্থতায় মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে সম্মানিত নাগরিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এই পানির বিল কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার পানি সুপার সেলিম সরোয়ার, সুধাংশু শেখর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরজাহান বেগম, পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু, ৯নং কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, নাজমুল করিম, মোঃ লিয়াকত আলী, কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোঃ মোহাব্বাত হোসাইন প্রমুখ। সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা।