বিজ্ঞপ্তি : অশ্রু আর ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক মানস রায়। সহকর্মী আর শিক্ষার্থীকে কাঁদিয়ে নিজেও কাঁদলেন। বিদায় অনুষ্ঠান দেখলে বোঝা যাচ্ছিল তিনি ছিলেন একজন দক্ষ কারিগর। অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালোবাসার কোন ঘাটতি ছিলো না। সকল বক্তাকে বলতে শোনা গেছে তিনি ছিলেন যোগ্য, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, আদর্শবান, শিক্ষার্থীবান্ধব, শিক্ষকবান্ধব একজন কর্মবীর প্রধান শিক্ষক। সহকর্মীদের প্রত্যাশা এই কর্মবীরের অবসর জীবন সুস্থ, সুন্দর ও বৈচিত্র্যময় হোক। এমন দৃশ্য ঘটেছে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা সভায়।
বুধবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস রায়ের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর মোজাফফার রশিদী রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ লুৎফর রহমান, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মনজুরুল আলম, দিপপল বিশ^াস, শর্মিষ্ঠা মন্ডল, রোকসানা আক্তার, ছবি রানী সরকার, রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ নাঈম জাহান, সাংবাদিক অমিয় কান্তি পাল, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জমির উদ্দিন তালুকদার, অশোক কুমার মন্ডল, মুনির হোসেন, জি এম হুমায়ন কবির, মরিয়ম খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক শাহানাজ পারভীন।
সহকর্মীরা বলেন, তিনি শুধু প্রধান শিক্ষক ছিলেন না। তিনি একজন একাডেমী শিক্ষা উন্নয়ন ও সমাজসেবার কাজ করতেন। সহকর্মীদের মৃত্যু অথবা অসুস্থতার কথা শুনলে ছুটে যেতেন। এই সংবর্ধনা প্রমান করেন তিনি কতটুকু শিক্ষকদের মধ্যে মেলবন্ধন তৈরী করতে পেরেছিলেন। সহকর্মীরা তার হাতে তুলে দেন নানা উপহার সামগ্রী। বিদায়ের সময় তার সাথে ছিলেন তার সহধর্মীনি বীনা রায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত