
ক্রীড়া প্রতিবেদক : শেষ পর্যন্ত অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে গত বছরের জুলাইতে আচমকা অবসর ঘোষণা করেন ওয়ানডে ক্রিকেট থেকে। নিজের ওপর চাপ কমাতেই টেস্ট আর টি-টোয়েন্টি খেলার কথা জানান তিনি। তবে গত বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে এই ফরম্যাটেও নেই তিনি।
আবারও আসছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও দলনেতা জশ বাটলার ওয়ানডেতে ফিরতে অনুরোধ করেন স্টোকসকে। সেই অনুরোধ রেখেছেন এই অল-রাউন্ডার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরতে যাচ্ছেন বেন স্টোকস। ১৫ সদস্যের ওয়ানডে দলেও রয়েছেন স্টোকস।
স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, বেন স্টোকসের প্রত্যাবর্তন দলের ম্যাচ জেতার ক্ষমতা বাড়িয়ে দেবে, সঙ্গে তার নেতৃত্বগুণ তো রয়েছেই। আমি নিশ্চিত যে প্রত্যেক ভক্ত তাকে আবার ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে ফিরতে দেখে আনন্দ পাবে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০১৯ বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েছিলেন স্টোকস। সর্বশেষ রঙ্গিন পোশাকে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেখানেও ছিল ৫৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস। স্বভাবতই ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে স্টোকসকে দলে পেতে চেয়েছিলেন সতীর্থ থেকে শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপকে কেন্দ্র করে স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েক দিন ধরেই দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার। দিনকয়েক পর স্টোকস নিজেই জানান, ফেরার জন্য প্রস্তুত তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, স্টোকসের জন্য তার দলের দরজা সবসময়ই খোলা। এমনকি চোটের কারণে বল করতে না পারলেও আপত্তি নেই মটের, ‘সব সময়ই বলে এসেছি, তার বোলিংটা বাড়তি। তবে ব্যাটিংয়ে সে কী করে দেখুন, এমনকি ফিল্ডিংয়েও। অ্যাশেজে তাকে দেখে মনে হয়েছে, তার উপস্থিতির গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটেও অনেক বছর ধরে পারফর্ম করেছে সে, ফলে মূল্যবান এক সম্পদ।’
ইংল্যান্ড ওডিআই স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গজ অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচী
১ম টি-টোয়েন্টি: সিট ইউনিক রিভারসাইড, চেস্টার-লে-স্ট্রিট – ৩০ আগস্ট
২য় টি-টোয়েন্টি: এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার – ১ সেপ্টেম্বর
৩য় টি-টোয়েন্টি: এজবাস্টন, বার্মিংহাম – ৩ সেপ্টেম্বর
৪র্থ টি-টোয়েন্টি: ট্রেন্ট ব্রিজ, নটিংহাম – ৫ সেপ্টেম্বর
ইংল্যান্ড-নিউজিল্যান্ড – ওয়ান-ডে সিরিজের সূচী
১ম ওডিআই: সোফিয়া গার্ডেনস, কার্ডিফ – ৮ সেপ্টেম্বর
২য় ওডিআই: দ্য এজেস বোল, সাউদাম্পটন – ১০ সেপ্টেম্বর
3য় ওডিআই: কিয়া ওভাল, লন্ডন – ১৩ সেপ্টেম্বর
৪র্থ ওডিআই: লর্ডস, লন্ডন – ১৫ সেপ্টেম্বর