ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকূপায় সোমবার দিবাগত রাতেগোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা এর নেতৃত্বে সারুটিয়া ইউনিয়নের কৃর্তিনগর গ্রামের মোঃ জিয়ারত আলী এর ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ পলাশ মিয়া এর বাড়ি হতে একটি এক নলা রাইফেল, ইলেক্ট্রনিক সক মেশিন এবং একটি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী পলাশ মিয়া নামেরএক সাবেক সেনাসদস্য কে আটক করে। আটক ব্যক্তি কে শৈলকূপা থানার এস আই হুমায়ুন কবিরের কাছে উদ্ধারকৃত অস্ত্রসহ হস্তান্তর করেছে বলে জানা যায়। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্র সহ আটককৃত সাবেক সেনা সদস্যকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোর্টে সপর্দা করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত