জন্মভূমি ডেস্ক : গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ৫০ জন মারা যান (ফাইল ছবি)
প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছে দেশটি।
উপসাগরীয় এই দেশটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাদের বিতাড়িত করবে। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনি মানদণ্ড পূরণ করে না এমন আবাসনে বসবাসকারী প্রবাসীদের ৩ থেকে ৪ দিনের মধ্যে বিতাড়িত করা হবে বলে কুয়েত সরকার ঘোষণা করেছে। মূলত আবাসন প্রবিধান মেনে চলা এবং সকল বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুয়েতের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলেছে, এই শ্রমিকদের জন্য কোনও নতুন আশ্রয় কেন্দ্র স্থাপন করা হবে না, কারণ বর্তমান আবাসন অবকাঠামোগুলোই বিদ্যমান চাহিদা মেটাতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
সরকার বিশ্বাস করে, সর্বশেষ পদক্ষেপের ফলে বাস্তুচ্যুত যেকোন ব্যক্তির থাকার জন্য বর্তমান অবকাঠামোই পর্যাপ্ত।
এর আগে গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৫০ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৬ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক।
এছাড়া একজন অজ্ঞাত নাগরিকও ওই ঘটনায় নিহত হন। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না। সাততলা ভবনের নিচতলায় গার্ড রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রাণহানির ওই ঘটনা ঘটে।
গালফ নিউজ বলছে, দক্ষিণাঞ্চলীয় আহমদী গভর্নরেটের সাম্প্রতিক বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীসহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সর্বশেষ এই ঘোষণা দেওয়া হলো।
ভবনটিতে ১৯৬ জন অভিবাসী শ্রমিক ছিলেন, যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।
এদিকে কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী ওই অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত