নওয়াপাড়া অফিস : অভয়নগরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়ে টেক্সটাইল মিলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম শেখ মারুফ হোসেন (৭০) সে খুলনার টুটপাড়ার শেখ গোলাম হোসেন এর ছেলে।
তিনি নওয়াপাড়ার ভাঙ্গাগেটে অবস্থিত সিডল টেক্রসটাইল মিলের সাবেক কর্মকর্তা ছিলেন। ঘটনার দিন তিনি নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসাযী রেজাউল বিশ^াস এর ছেলের বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান বিকাল সাড়ে চারটায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়ায় পৌছায়। ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় দৌড়ে ওই যাত্রী উঠতে যেয়ে পা পিছলে বগির নিচে পড়ে যায়। এসময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। স্টেশনের দায়িত্বরত একজন নিরাপত্তা রক্ষী মৃত ব্যাক্তির সাথে থাকা ব্যাগ থেকে জাতীয় পরিচয় উদ্ধার করে। পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
তার নাম শেখ মারুফ হোসেন (৭০) তিনি খুলনার টুটপাড়ার শেখ গোলাম হোসেন এর ছেলে। তিনি স্থানীয় সিডল টেক্সটাইল মিলের সাবেক একাউন্ট অফিসার ছিলেন। নওয়াপাড়া রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই সোহাগ কুমার বলেন, বিকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। তার লাশের ময়না তদন্তের জন্য যশোর জেলা মর্গে পঠানো হয়েছে।
অভয়নগরেট্রেনে কাটা পড়ে মিল কর্মকর্তার মৃত্যু
Leave a comment