
যশোর অফিস : অভয়নগরের গুয়াখোলা গ্রামের কলেজ রোডের গোলাম জহিরুল হক লিখনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেলের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি সোহেল খুলনা শহরের গ্যালাক্সী মোড়ের কলেজ গেটের পাশের শাহজান আলীর বাড়ির ভাড়া বাসিন্দা ও সদরের নন্দিপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৯ অক্টোবর গভীর রাতে গুয়াখোলা গ্রামের কলেজ রোডের গোলাম জহিরুল হক লিখনের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতরা অস্ত্রেমুখে বাড়ির লোকজন জিম্মি করে ১৭ জোড়া সোনার কানের দুল, টিকলি ১টি, ২২টি আংটি, ১১টি নাকফুল, ৩টি ডায়মন্ড নাক ফুল, রুলি ২ জোড়া, সলিড স্বর্ণের চুড়ি ২ জোড়া, চেইন ১৪টি, ব্রেসলেট ৩টি, হার ৪টি, বালা ১ জোড়া, লকেট ১টি, গলার চিক ১টি, হাতের চুড় ১টিসহ মোট ৩৭ ভরি সোনার গহনা, নগদ টাকা দেড় লাখ, প্রাইজবন্ড ৫০ হাজার টাকার, এসএলআর ক্যামেরা ১টি, ১৪টি হাত ঘড়ি ও দুইটি মোটরসাকেল লুট করে নিয়ে যায়। তৎক্ষণিক ঘটনা জানাজানি হলে পুলিশ এসে ডাকাতি হওয়া দু’টি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় গোলাম জহিরুল হক লিখন বাদী হয়ে অপরিচিত ডাকাতদের আসামি করে অভয়নগর থাকায় মামলা করেন। এর আগে আটক আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর থানার মামলায় আটক অবস্থায় সোহেলকে এ মামলায় আটক দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রোববার আসামি সোহেলের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ১ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।