
যশোর অফিস : যশোরের অভয়নগরের ধোপাদী নতুন বাজার এলাকার মুরাদ হোসেন সরদার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে সিআইডি পুলিশ। আটকৃতরা হলো ধোপাদী দক্ষিণপাড়ার শাহিদুল মোল্লার ছেলে শাহীন মোল্লা ও ধোপাদী নতুন বাজার এলাকার খলিলুর রহমানের ছেলে শাহীনুর রহমান । সোমবার দিবাগত গভীর রাতে ধোপাদী নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে অভয়নগর ধোপাদী নতুন বাজারে ক্রিকেট খেলা নিয়ে গোলাযোগে মুরাদ হোসেন সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহতের পিতা মাহাবুল সরদার ১৫ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পাল তদন্ত করছেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধোপাদী দক্ষিণপাড়ার শাহীন মোল্লা ও শাহীনুর রহমানকে আটক করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ হোসেন সরদার হত্যার বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।