অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে দুই সার ব্যাবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একলাখ করে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় মোট ৬৬৮ বস্তা এমওপি,ডিএপি,টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। সোমবার রাত নয়টার সময় উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্যা এন্টারপ্রাইজের তিনপি গুদামে এ অভিযান চালানো হয়। এসময় অভয়নগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আর উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার এসআই আশিকুর রহমান সহসঙ্গীয় ফোর্স।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া বাজারে দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা কারা হয়। এসময় মেসার্স মোসলেম এন্টারপ্রাইজে ৬৬ বস্তা ডিএপি, ২শ’ ৫২ বস্তা এমওপি, ৮৩ বস্তা টিএসপি ও ২০ বস্তা ইউরিয়া সার এবং নিউ মোল্যা এন্টারপ্রাইজের গোডাউনে ৮০ বস্তা ইউরিয়া সার, টিএসপি ৬৫ বস্তা, ৫৩ বস্তা ডিএপি এবং ৫২ বস্তা এমওপি সার মজুদ করে রাখেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই দুই ব্যবসায়ীকে এক লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই প্রতিষ্ঠানের ৩টি গোডাউন সিলাগালা ও ৬শ’ ৬৮ বস্তা সার জব্দ করা হয়।
এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জানান, কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী না করতে পারে সে জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। যদি কেউ এভাবে সার মজুদ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।
অভয়নগরে অবৈধ সার মজুদাকে দুই লাখ টাকা জরিমানা
Leave a comment