অভয়নগর প্রতিনিধি : সারাদেশে অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন প্রতিপাদ্যে মাঠ পযার্য়ের কার্যক্রম শুরুর অংশ বিশেষ যশোরের অভয়নগর উপজেলার পৌর’র নওয়াপাড়া ৪নং ওয়ার্ডের শুমারি গণনার কাজ শুরু হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ২০২৪ অর্থ বছরে অর্থনৈতিক শুমারি গণনার কাজের উদ্বোধন হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর’র ওয়ার্ডে এই গণনার কার্যক্রম শুরু করে মাঠ কর্মীরা।
দুপুরে পৌর’র ৪নং ওয়ার্ড নওয়াপাড়ার তরফদার পাড়া, বৌ-বাজার, মডেল কলেজ, বেঙ্গল এলাকায় মাঠ কর্মীরা কাজ শুরু করে। এসময় সুপার ভাইজার মোঃ ইকরামুল হাসান ও সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম মাঠ কর্মী গণনাকারী এ’ডি আল আমিন, ইসরাত জাহান সাদিয়া, আল হেলাল শুভ ও আরিফা নাসরিন-রা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কতৃক অর্থনৈতিক শুমারির গণনার কাজে সকলের সহযোগিতা প্রয়োজন এবং কোন তথ্য গোপন না রেখে নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিতে আহ্বান জানান। আগামীকাল ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে কোন প্রকার বাঁধা বা তথ্য গোপন না রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন এই টিম।
অভয়নগরে অর্থনৈতিক শুমারি শুরু
Leave a comment