অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- রাত ৯ টার মধ্যে মোড়ে মোড়ে বা চায়ের দোকানে আড্ডা দেওয়া ও কেরামবোর্ড খেলা বন্ধ করা, যানজট নিরসন ও পথচারী চলাচলে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার এলাকা এবং নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা, বাল্যবিয়ে প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সচেতনতা সৃষ্টি করা, পোল্ট্রির বিষ্ঠা ব্যবহারকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভৈরব নদীর সঙ্গে নির্মিত নওয়াপাড়া পৌরসভার ওয়াকওয়ে রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহমেদ খান বাবু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. আলীমুর রাজিব, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, শিক্ষক সুনীল দাস, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, নাসির উদ্দিন, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।