নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরে কোমল পানীয় ভেবে ডিজেল পান করেছে ১৮ মাস বয়সী এক শিশু। বৃহস্পতিবার সকালে উপজেলার সরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দেবাশীষ মল্লিকের কন্যা।
শিশুর মা তনা মল্লিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সে তাদের ধানের জমিতে স্যালো মেশিনে পানি সেচ দিতে যায়। সে তখন কোমল পানীয়র বোতলে দুই লিটার ডিজেল নিয়ে যায়। অব্যহৃত ডিজেল সে বাড়ি নিয়ে আসে। বোতলের মুখ কোন রকমে লাগানো ছিল। বোতলটি সে বারান্দায় রেখে টিউবওয়েলে পানি পান করতে যায়। ফিরে এসে দেখেন চুমকি বোতলের মুখ খুলে ডিজেল পান করছে। তিনি সাথে সাথে চুমকিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নিলাদ্রী সুন্দর কুন্ডু বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডিজেল পান করে চুমকি নামের এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকা মুক্ত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত