নওয়াপাড়া অফিস : গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এনামুল হক বাবুল। অভয়নগর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলকে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মধ্যমিক বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে ফুলেল শুভেচ্ছা দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, বাঘারপাড়া উপজেলা সধারণ সম্পাদক হাসান আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি এনামুল হক বাবুল বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে আমি জনগণের কাছে ঋণী। জনগণের কল্যাণে আমি আপ্রাণ চেষ্টা করবো। এলাকার সমস্যার কথা আমাকে বলে দেওয়া লাগবে না। আমি এলাকা ঘুরে-ঘুরে সমস্যা চিহ্নিত করে তার সমাধান করবো।’