নওয়াপাড়া অফিস : অভয়নগরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর বিভাগদি শ্মাশানঘাটের বাবলা গাছে তার লাশ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওই যুবকের নাম নূর ইসলাম অপু (২০)। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। পেশায় সে জাহাজের শ্রমিকের কাজ করত বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান মোড়ল জানান, শনিবার রাত ৮টার সময় স্থানীয় শরিফুল ইসলাম নদীতে মাছ ধরতে যাওয়ার সময় বাবলা গাছেএকটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ভাটপাড়া পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় ওড়না প্যাচানো ছিলো।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, শনিবার রাতে স্থানীয়রা বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর শ্মাশানঘাটে একটি বাবলা গাছে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মত্যুর কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত