নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছোট ভাই গা ঢাকা দিয়েছে। নিহতের নাম ইসমাইল হোসেন (৩৮) তিনি ওই গ্রামের খায়রুল হকের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউিন্সিলর বিপুল শেখ জানান, তিনি নিহতের প্রতিবেশিদের মাধ্যমে শুনেছেন দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ ছিলো। ঘটনার দিন দুই ভইয়ের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন বড় ভাই ইসমাইল হোসেনকে গলাটিপে ধরে। এতে সে অসুস্থ হয়ে পড়ে যায়। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত ছোটভাই পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার বিকালে লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আমরা গলাটিপে হত্যার ঘটনা শুনে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। তবে ইসমাইল হোসেনকে গলাটিপে হত্যা করা হয়েছে, না কি সে স্ট্রোক করে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট না আসলে বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপরে নিহতের পিতা খায়রুল হক সাংবাদিকদের বলেন, আমার ছেলে উত্তেজনার একপর্যায়ে স্ট্রোক করে মারা গেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত