
অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চন্দ্রপুর গ্রামের জিরোপয়েন্ট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এলাকাবাসি জানায়, বেলা ১১ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ও ব্যবসায়ীরা এগিয়ে আসে। তাদের প্রচেষ্টায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাজারের ব্যবসায়ী সজিব বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। সমিতি থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম।এখন টাকা কিভাবে পরিশোধ করবো জানিনা। অন্যন্য ব্যবসায়ীরা বলছেন চোখের সামনে সব ছাই হয়ে গেল। জানিনা কীভাবে সংসার চালাব।
সোনাতলা পুলিশ ক্যাম্পের এ এস আই সোহাগ সরদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছায়। সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিই। আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তিনি স্থানীয়দের মাধ্যমে আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

